উপস্থাপনায় ঝুঁকছেন যেসব তারকাশিল্পীরা
সর্বগুণে গুণান্বিত অভিনয়শিল্পীরা। একজন প্রকৃত অভিনয়শিল্পীর বিনোদনের সব অঙ্গন সম্পর্কেই সম্যক ধারণা রাখতে হয়। অভিনয়ের পাশাপাশি নাচ, গান, উপস্থাপনার বিষয়েও জ্ঞান রাখাটা খুবই বাঞ্ছনীয়। খুব বেশি পারদর্শী হতেই হবে, এমন না হলেও, বিষয়গুলোর ওপর ধারণা থাকলে সেটি অভিনয়ে সহযোগিতা করে- এমনটাই বলছেন অভিনয় বোদ্ধারা।