চলতি ২০২৫ সালে যেসব তারকাদের বিচ্ছেদ হয়েছে
চলেই যাচ্ছে ২০২৫ সাল। বছরটিতে শোবিজ অঙ্গনে যেমন প্রেম-পরিণয়ের গল্প বুনেছেন তারকারা, তেমনি ঘর ভাঙার ঘটনাও ঘটেছে। সারাবিশ্বের নানা ইন্ডাস্ট্রিজের তারকাদের নিরিখে তালিকাটি বেশ লম্বা হলেও বছরজুড়ে আলোচনায় ছিল বেশ কিছু বিচ্ছেদের খবর। প্রতিবেদনটির মূল বিষয় শুরু করা যাক দেশের শোবিজ অঙ্গনের বিচ্ছেদের খবর দিয়েই; যা ২০২৫ জুড়ে ছিল আলোচনায়।
দিলশাদ নাহার কণা
দেশের জনপ্রিয় সংগীতশিল্পী দিলশাদ নাহার কণা চলতি বছর তার দীর্ঘদিনের সংসার জীবনের ইতি টেনেছেন। ছয় বছর আগে ভালোবেসে গোলাম মোহাম্মদ ইফতেখার গহিনকে বিয়ে করেছিলেন তিনি। তবে বনিবনা না হওয়ায় গত ১৬ জুন তাদের আনুষ্ঠানিক বিচ্ছেদ ঘটে।