আর্কাইভ
লগইন
হোম
শ্বাসতন্ত্রজনিত রোগ
নির্মাণ শেষ হলেও চালু হয়নি বরিশালের ২০০ শয্যার শিশু হাসপাতাল
বরিশালে ২০০ শয্যার শিশু হাসপাতালের নির্মাণকাজ শেষ হলেও এখনো চালু হয়নি চিকিৎসাসেবা। শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ড হিসেবে এটি চালুর সিদ্ধান্ত থাকলেও লোকবল সংকটসহ নানা কারণে দায়িত্ব নিতে নারাজ কর্তৃপক্ষ। ফলে হাসপাতালটি কবে চালু হবে—তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এই হাসপাতালটির নির্মাণকাজ বাস্তবায়নকারী গণপূর্ত বিভাগ সূত্রে জানা গেছে, ২০১৭ সালে বরিশাল ও রাজশাহী বিভাগে একই নকশা ও মানে ২টি বিশেষায়িত শিশু হাসপাতাল নির্মাণের কাজ শুরু হয়। রাজশাহীতে নির্মিত হাসপাতালটির অবকাঠামো শেষ করে ২০২৩ সালের ২৯ জানুয়ারি উদ্বোধন করা হয়।
12 ঘন্টা আগে