কানাডার অটোয়ায় মহান বিজয় দিবস উদযাপন
কানাডার রাজধানী অটোয়ায় বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়। এই কর্মসূচিতে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা বাস্তবায়নে প্রবাসী বাংলাদেশিদের ভূমিকা তুলে ধরা হয়।
গতকালর মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দিনের শুরুতে কানাডায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. জসীম উদ্দীন অটোয়ায় বাংলাদেশ হাউসে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করেন। পরে মহান মুক্তিযুদ্ধের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।