আর্কাইভ
লগইন
হোম
ঝিনাইদহ
ঝিনাইদহের মহেশপুরে পুলিশের পোশাকে অস্ত্রঠেকিয়ে মালামাল লুট, আটক ১
ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার বজরাপুরে পুলিশের পোশাক পরে ডাকাতির ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। গভীর রাতে অস্ত্রের মুখে একটি পরিবারকে জিম্মি করে মালামাল লুটে নিয়ে পালানোর সময় শান্ত (২৭) নামে একজনকে আটক করে স্থানীয়রা। পরে তাকে পুলিশের হাতে সোপর্দ করা হয়। গত রোববার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার এসবিকে ইউনিয়নের বজরাপুর গ্রামের মৃত নুর মোহাম্মদ ঢালীর ছেলে আবুল হোসেনের বাড়িতে ডাকাতির এই ঘটনা ঘটে। আটক শান্ত (২৭) ঝিনাইদহ সদর উপজেলার কাস্টসাগরা গ্রামের কামরুল শেখের ছেলে।
2026-01-13
জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র উদ্বোধন ঝিনাইদহে
জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র উদ্বোধন ঝিনাইদহে
2025-08-31
জাতীয় বিশ্ববিদ্যালয়ের কাজে গতি আনা এবং অধিভুক্ত কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের দুর্ভোগ লাঘবে দেশের বিভিন্ন স্থানে আঞ্চলিক কেন্দ্র স্থাপন করা হচ্ছে। এরইমধ্যে কয়েকটি জেলায় আঞ্চলিক কেন্দ্র চালু করা হয়েছে। এবার এরসঙ্গে যুক্ত হলো ঝিনাইদহ। গতকাল শনিবার (৩০ আগস্ট) ঝিনাইদহ সদরে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন ও পায়রা উড়ানো এবং ফলক উন্মোচনের মাধ্যমে নতুন এই আঞ্চলিক কেন্দ্র উদ্বোধন করেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ। ঝিনাইদহ আঞ্চলিক কেন্দ্র থেকে চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া ও মাগুরা জেলার কলেজসমূহের কার্যক্রম পরিচালনা করা হবে।
কুষ্টিয়ার সেই ৭ বিয়ে করা রবিজুল গ্রেফতার
কুষ্টিয়ার সেই ৭ বিয়ে করা রবিজুল গ্রেফতার
2025-07-21
অর্থ প্রতারণা ও মানবপাচারের অভিযোগে ৭টি বিয়ে করা আলোচিত রবিজুল ইসলামকে গ্রেফতার করেছে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থানা পুলিশ। গতকাল রোববার (২০ জুলাই) সকালে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। রবিজুল ইসলাম (৪২) কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ি গ্রামের আয়নাল মণ্ডলের ছেলে। ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, রবিজুল ইসলাম ৭ জন নারীকে বিয়ে করে একসঙ্গে সংসার করতেন। এতে এলাকায় তিনি ব্যাপক আলোচিত ও সমালোচিত হয়ে ওঠেন। তিনি দীর্ঘ ১৫ বছর লিবিয়ায় অবস্থান করছিলেন এবং একটি মানবপাচার চক্রের সক্রিয় সদস্য ছিলেন।