আর্কাইভ
লগইন
হোম
এশিয়া কাপ ক্রিকেট
নাটকের নতুন মোড়, ভারতকে শর্ত মেনে ট্রফি নিতে হবে
মাত্র ২ দিন হলো এশিয়া কাপ শেষ হয়েছে। তবে মাঠের বাইরের খেলা থামছে না। ফাইনালে পাকিস্তানকে হারানোর পরই শুরু ট্রফি বিতর্ক। এসিসি প্রধান মহসিন নাকভির কাছ থেকে ট্রফি নিতে রাজি ছিল না ভারত। সেই ঘটনা এখন দৈর্ঘ্যে-প্রস্তে অনেকদূর এগিয়েছে। দুইদিন হলেও এখনও সমাধান হয়নি এশিয়া কাপ ট্রফির। সূর্যকুমার যাদবের দল সেদিন ট্রফি ছাড়াই উদযাপন করেছে। এখনও ভারতের হাতে শিরোপা যায়নি। এরমাঝে মহসিন নাকভি নতুন শর্ত জুড়ে দিয়েছে, অনুষ্ঠানের মাধ্যমে তার হাত থেকেই ট্রফি নিতে হবে।
2025-09-30