যশোরে ৩৫০০ পিস ইয়াবাসহ একজন গ্রেফতার
প্রায় ১০ লাখ ৫০ হাজার টাকা মূল্যের সাড়ে ৩ হাজার পিস ইয়াবাসহ কুদ্দুস আলী (২৬) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছেন যশোর ডিবি পুলিশের সদস্যরা।
গ্রেফতার কুদ্দুস আলী শার্শা উপজেলার বেনাপোল পোর্ট থানার বড়আঁচড়া গ্রামের কাজল হোসেনের ছেলে। গতকাল সোমবার (০৩ নভেম্বর) সন্ধ্যারাতে যশোর সদর উপজেলার বাউলিয়া চাঁনপাড়ার একটি দোকানের সামনে থেকে কুদ্দুস আলীকে গ্রেফতার করা হয়।