দেশের ২৯ সাংবাদিক গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ড-২০২৫ পেলেন
চীন-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কে ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজিত হলো ‘গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৫’। বাংলাদেশের গণমাধ্যমে দুই দেশের বন্ধুত্ব ফুটিয়ে তোলার স্বীকৃতি হিসেবে এই পুরস্কার পেলেন দেশের বিভিন্ন গণমাধ্যমের ২৯ জন সাংবাদিক।
গত বুধবার শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রতিটি বিভাগে প্রথম স্থান অর্জনকারীকে নগদ এক লাখ টাকা ও সনদ, দ্বিতীয় স্থান অর্জনকারী ২ জনকে নগদ ৫০ হাজার টাকা ও সনদ এবং তৃতীয় স্থান অর্জনকারী ৩ জনকে ৩০ হাজার টাকা করে এবং সনদ দেওয়া হয়। মোট ৫টি শ্রেণিতে দেওয়া হয় পুরস্কার।