সোহরাওয়ার্দী উদ্যানের অবৈধ দোকান-স্থাপনা গুঁড়িয়ে দেয়া হচ্ছে
সোহরাওয়ার্দী উদ্যানের অবৈধ দোকান ও স্থাপনা গুঁড়িয়ে দেয়া হচ্ছে। আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি-সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানের ফটক এলাকা দিয়ে এই উচ্ছেদ অভিযান শুরু করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএনসিসি)।
এই উচ্ছেদ অভিযান এখনো চলছে। ইতিমধ্যে কয়েক’শ দোকানপাট-স্থাপনা গুঁড়িয়ে দেয়া হয়েছে। ডিএনসিসি’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালিত হচ্ছে।