প্রসঙ্গ শিশু ফাইয়াজের মামলা: যা বললেন আসিফ নজরুল
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় দায়ের হওয়া ‘পুলিশ হত্যা মামলায়’ প্রধান দুই আসামি তাদের জবানবন্দি প্রত্যাহার করে নিলে ১৭ বছর বয়সী হাসনাতুল ইসলাম ফাইয়াজকে আদালতে যেতে হতো না। জুলাইয়ের আন্দোলনকারী ফাইয়াজের মামলা এখনো প্রত্যাহার না হওয়া নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা আলোচনার প্রেক্ষাপটে এসব কথা জানান আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল।
আজ রোববার (২০ এপ্রিল) সকালে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সহকারী জজ ও সমপর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তাদের ‘৫০তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স’র উদ্বোধন অনুষ্ঠান শেষে এক প্রশ্নের জবাবে তিনি এই কথা জানান।