স্বপ্নের দেশ ইতালি পৌঁছেই বাংলাদেশি তরুণের মৃত্যু
কাংখিত স্বপ্নের দেশে পৌঁছেই শ্বাসনালীর ক্যান্সারে আক্রান্ত হয়ে ফেনীর পরশুরামের সোহাগ দেওয়ানের মৃত্যু হয়েছে। নতুন স্বাবলম্বী জীবন শুরু করতে পাড়ি দেন ইতালির রোমে। স্বপ্নের দেশে পৌঁছে এক দিন পরই তার আকস্মিক মৃত্যুতে সোহাগের পরিবারের নেমে এসেছে শোকের ছায়া।
সোহাগ দেওয়ান ফেনীর পরশুরাম পৌর এলাকার দক্ষিণ কোলাপাড়ার মীরু দেওয়ানের ছোট ছেলে। পরিবারে তার স্ত্রী ও এক বছর বয়সী এক কন্যা সন্তান রয়েছে।