দাড়ি শেভের পরেই ত্বকে জ্বালাভাব যেভাবে দূর করবেন
আমাদের অনেকের দাড়ি শেভ করার পর অনেক সময়েই ব্লেডের জন্য গালে জ্বালা শুরু হয়। অনেক সময় গাল ছড়েও যায়। গরমকালে বাতাসে আর্দ্রতার জন্য শরীর থেকে পানি ঘাম আকারে বেরিয়ে যায়। ফলে এই সময়ে শুষ্ক ত্বকে দাড়ি শেভের সময়ে কাটা-ছেঁড়ার সমস্যা হতে পারে। কারও কারও ক্ষেত্রে দাড়ি শেভের পরে গালে র্যাশ দেখা দেয়। কয়েকটি পরামর্শ মনে রাখলে সমস্যা থেকে মুক্তি পাওয়া যেতে পারে: