ইভার সাথে দেখা করতে কানাডায় কাবিলা!
সর্বাধিক আলোচিত ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’র জনপ্রিয় দুই চরিত্র ‘কাবিলা’ ও ‘ইভা’। পর্দায় চরিত্র দুটিতে অভিনয় করেছেন জিয়াউল হক পলাশ ও পারসা ইভানা। নাটকের গণ্ডি পেরিয়ে বাস্তব জীবনেও তাদের রসায়ন নিয়ে ভক্তদের আগ্রহের কমতি নেই।
এদিকে বেশ কিছুদিন ধরেই যুক্তরাষ্ট্রে অভিনয়ের ওপর একটি কোর্স করছেন পারসা ইভানা। ‘ব্যাচেলর পয়েন্ট’-এর সিজন-৫ এও তাকে দেখা যায়নি। অনেকেই তাদের দুইজনকে একসঙ্গে দেখতে আগ্রহী। এবার একসঙ্গে দেখা গেছে তাদের। তবে নাটকে নয় একটি ছবিতে।