ওমরাহ-তে ছেলের সঙ্গে দেখা ২ বছর পর, কাঁদলেন ওমর সানী
কর্মসূত্রে দুবাইয়ে বসবাস করছেন তারকা দম্পতি ওমর সানী ও মৌসুমীর সন্তান ফারদিন এহসান। এদিকে বাবা ওমর সানী অভিনয়ের বাইরে বাংলাদেশে থেকে রেস্টুরেন্ট ব্যবসা করছেন। অন্যদিকে, চিত্রনায়িকা মৌসুমী কয়েক বছর হলো একমাত্র কন্যা ফাইজাকে নিয়ে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। সম্প্রতি সৌদির জেদ্দাতে গেছেন ওমর সানী।
সেখানে ফারদিনও তার ব্যবসায়িক কাজে গেছেন। আর ওখানেই দুই বছর পর বাবা-ছেলের দেখা হয়েছে। তারা একসঙ্গে ওমরাহ পালনও করেছেন! ছেলে ফারদিনের সঙ্গে দেখা ও ওমরাহ পালনের বিষয়টি ওমর সানী তার পেজে পোস্ট করেছেন, যা আবেগী করেছে নেটিজেনদের।