আর্কাইভ
লগইন
হোম
লিভারপুল
ব্রাজিল বা রিয়াল মাদ্রিদের কোচ হওয়ার ‘ইচ্ছা’ নেই ক্লপের
ইয়ুর্গেন ক্লপ লিভারপুল ছাড়ার পর আর কোচিংয়ে যুক্ত হননি। বর্তমানে  তিনি রেড বুলের গ্লোবাল সকার প্রধানের দায়িত্বে রয়েছেন। এরইমধ্যে গুঞ্জন ওঠে, নিজের দায়িত্বে খুশি নন জার্মান এই কোচ। ফিরতে চান কোচিংয়ে। তবে সেই গুঞ্জন উড়িয়ে দিয়েছেন তার এজেন্ট মার্ক কোসি। গতবছর অক্টোবরে রেড বুলের দায়িত্ব নিলেও এবছর জানুয়ারিতে কাজ শুরু করেন ক্লপ। সম্প্রতি ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ইউওএল এর প্রতিবেদনে বলা হয়, নিজের বর্তমান দায়িত্বে ‘খুশি নন’ ক্লপ। তিনি রিয়াল মাদ্রিদ অথবা ব্রাজিলের দায়িত্ব নিয়ে কোচিংয়ে ফেরার জন্য ‘উন্মুক্ত।’
1 দিন আগে