ঐকমত্য কমিশন কার্যতঃ ‘অনৈক্য কমিশন’ হয়ে গেছে: টুকু
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে বিএনপি অন্যতম প্রধান স্টেকহোল্ডার। অথচ বিএনপির দেওয়া প্রস্তাবগুলোর কোনোটি জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশে অন্তর্ভুক্ত করা হয়নি। বরং দলটি যেগুলোর বিরোধিতা করেছে, কমিশনের চূড়ান্ত প্রস্তাবে সেগুলোকেই রাখা হয়েছে। ফলে কমিশন এখন কার্যত ‘অনৈক্য কমিশন’-এ পরিণত হয়েছে।
জাতীয় ঐকমত্য কমিশন জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশমালা গত মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে অন্তর্বর্তী সরকারের কাছে জমা দিয়েছে। কিন্তু ঐ সুপারিশে বিএনপির মতামত ও প্রস্তাব উপেক্ষা করা হয়েছে। এমনকি বিএনপির ‘নোট অব ডিসেন্ট’ যুক্ত করার প্রতিশ্রুতিও রক্ষা করা হয়নি। এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে দলটি।