হৃদরোগে আক্রান্ত হয়ে মাঠেই মারা গেলেন পাকিস্তানী কাবাডি খেলোয়াড়
করুণ এক ঘটনায় পাকিস্তান কাবাডি অঙ্গন শোকে ডুবে গেছে। ম্যাচ চলাকালীন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন কাবাডি খেলোয়াড় মাখা জাট জাহানিয়ান মান্ডিওয়ালা।
ভেহারিতে খেলার মাঠেই হঠাৎ পড়ে যান মাখা জাট। সঙ্গে সঙ্গে তাকে বাঁচানোর চেষ্টা করা হলেও আর ফিরিয়ে আনা যায়নি। তার হঠাৎ মৃত্যুতে কাবাডি খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। খেলাটির প্রতি নিবেদন ও ভালোবাসার জন্য পরিচিত ছিলেন তিনি।