ইসরাইলের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে ১৭ জনকে মৃত্যুদণ্ড দিলো ইয়েমেনের হুথি
ইসরাইল, যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ১৭ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন ইয়েমেনের হুথি পরিচালিত একটি আদালত। হুথি-চালিত গণমাধ্যমের বরাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে টাইমস অব ইসরাইল।
সাবা সংবাদ সংস্থার প্রতিবেদন মতে, দ্য স্পেশালাইজড ক্রিমিনাল কোর্ট নামে রাজধানী সানার একটি আদালত ‘বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে জড়িত একটি গুপ্তচর নেটওয়ার্কে অংশ নেওয়া’র অভিযোগে এসব ব্যক্তিকে গুলি করে মৃত্যুদণ্ড কার্যকরের আদেশ দিয়েছে।