বাংলাদেশে বিদেশি ফুটবলারদের কর ফাঁকি!
আয়কর ফাঁকি দিচ্ছেন বাংলাদেশে আসা বিদেশি কোচ ও ফুটবলাররা। জড়িয়ে পড়ছেন মাদক ব্যবসাসহ নানা অপরাধে। কর ফাঁকি দেওয়ার অপরাধে দুর্নীতি দমন কমিশন (দুদক) দেশের বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিলেও অধরা থেকে যাচ্ছেন তারা।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) একাধিক বিদেশি কোচ কাজ করছেন। তাদের সঙ্গে বিসিবির চুক্তির কপি বোর্ড অব ইনভেস্টমেন্টে (বিওআই) জমা দেওয়া হয়। এরপর নিরাপত্তা ক্লিয়ারেন্সের জন্য পুলিশের বিশেষ শাখা (এসবি) ও রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা এনএসআই থেকে ছাড়পত্র নিতে হয়।
বিসিবির সিইও নিজামউদ্দিন চৌধুরী বলেন, বিসিবির প্রত্যেক বিদেশি কোচ, স্টাফের আয়ের বিপরীতে আয়কর যথাযথ নিয়ম মেনে জমা দেওয়া হয়।