ব্রাহ্মণবাড়িয়ায় জুলাইযোদ্ধা শহীদ মীর মুগ্ধের স্মৃতিস্তম্ভে ‘কালিমা লেপন’
ব্রাহ্মণবাড়িয়ায় জুলাইযোদ্ধা শহীদ মীর মুগ্ধের স্মৃতিস্তম্ভ কে বা কারা ‘কালি দিয়ে বিকৃত’ করেছে। স্থানীয়দের দাবি, গতকাল সোমবার (২৪ নভেম্বর) গভীর রাতে এই ঘটনা ঘটে। ঘটনাটি জানাজানি হতেই এলাকায় তীব্র প্রতিক্রিয়া ও ক্ষোভ ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, চিনাইর আন্জুমান আরা স্কুল অ্যান্ড কলেজের সামনে শহীদ মীর মুগ্ধের একটি স্মৃতিস্তম্ভ স্থাপন করা রয়েছে। ০৫ আগস্টের পর শেখ মুজিবুর রহমানের ছবি ক্ষতিগ্রস্ত হলে সেই স্থানেই মীর মুগ্ধের ছবি প্রতিস্থাপন করা হয়।