আর্কাইভ
লগইন
হোম
ইসলামী প্রজাতন্ত্র
৩ হাজার ছাড়ালো ইরানে বিক্ষোভে নিহতের সংখ্যা
ইসলামী প্রজাতন্ত্র ইরানে দেশজুড়ে চলমান বিক্ষোভে এখন পর্যন্ত ৩ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। আজ শনিবার (১৭ জানুয়ারি) এই তথ্য জানিয়েছে মানবাধিকারকর্মীরা। খবর রয়টার্সের। যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন এইচআরএএনএ  জানিয়েছে, তারা ৩,০৯০ জনের মৃত্যুর তথ্য যাচাই করেছে। এদের মধ্যে ২,৮৮৫ জনই বিক্ষোভকারী। স্থানীয় বাসিন্দাদের বরাতে জানা গেছে, দমন-পীড়নের পর আপাতত বিক্ষোভ অনেকটাই স্তিমিত হয়ে এসেছে। একই সঙ্গে রাষ্ট্রীয় গণমাধ্যম আরও গ্রেফতারের খবর দিয়েছে। রয়টার্সের সঙ্গে কথা বলা একাধিক বাসিন্দা জানান, রাজধানী তেহরান টানা ৪দিন ধরে তুলনামূলকভাবে শান্ত। শহরের আকাশে ড্রোন উড়তে দেখা গেলেও গত বৃহস্পতিবার ও শুক্রবার বড় ধরনের কোনো বিক্ষোভের চিহ্ন দেখা যায়নি। কাস্পিয়ান সাগরসংলগ্ন উত্তরাঞ্চলের একটি শহরের এক বাসিন্দাও জানান, সেখানকার রাস্তাঘাটও শান্ত রয়েছে।
3 ঘন্টা আগে