টুটুলের শর্টফিল্ম ‘হিসাব’ ইউটিউবে ভিউয়ের রেকর্ড গড়ল
দেশের বিনোদন জগতের ছোট-বড় দুই পর্দার জনপ্রিয় অভিনেতা টুটুল চৌধুরী অভিনীত শর্টফিল্ম ‘হিসাব’ মাত্র দেড় মাসে শুধু ফেসবুক প্ল্যাটফরমে ১৩ মিলিয়নেরও (সোয়া কোটি) বেশি ভিউয়ের রেকর্ড গড়েছে। গত ৩১ মার্চ সামাজিক মাধ্যম ফেসবুকে টুটুল চৌধুরীর নিজস্ব পেজে ১৫ মিনিট ব্যাপ্তির এই শর্টফিল্মটি আপলোড করা হয়। এরপরই দ্রুতগতিতে এর ভিউ বাড়তে থাকে। মূলত: মানবিক গল্পের কারণে দর্শকরা এটি লুফে নিয়েছেন। গত ১৫ মে পর্যন্ত ভিডিওটিতে লাইক পড়েছে দেড় লাখ। কমেন্টস করেছেন ১৫ হাজার দর্শক।