আর্কাইভ
লগইন
হোম
‘বনলতা এক্সপ্রেস’
একঝাঁক তারকা নিয়ে বনলতা এক্সপ্রেসের যাত্রা
মঞ্চে ট্রেনের শব্দ, আলো-আঁধারির মাঝে লাল পর্দার আড়াল থেকে একে একে পরিচিত মুখ। এভাবেই শুরু হলো নতুন সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’র যাত্রা। নির্মাতা তানিম নূরের দ্বিতীয় সিনেমার অভিনয়শিল্পীদের পরিচয় করিয়ে দিতে ঢাকায় আয়োজন করা হয় ব্যতিক্রমধর্মী এক কাস্ট রিভিল অনুষ্ঠান। সেখানে একই ট্রেনে সহযাত্রী হিসেবে হাজির হন দেশের প্রথম সারির অভিনয়শিল্পীরা। গল্পের প্রয়োজনে ট্রেনের আদলে সাজানো মঞ্চে চরিত্রের নামেই ডাকা হয় শিল্পীদের। পর্দা সরতেই ট্রেন থেকে নেমে আসেন- মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, জাকিয়া বারী মম, আজমেরী হক বাঁধন, শরিফুল রাজ, সাবিলা নূরসহ আরও অনেকে। দর্শকদের সামনে উন্মোচিত হয় সিনেমাটির বিশাল ও বৈচিত্র্যময় অভিনয়শিল্পীর তালিকা।
1 দিন আগে