আর্কাইভ
লগইন
হোম
ইমেজ
গুগল ফটোসে এআই ফিচার, যেসব সুবিধা পাবেন
আমাদের দৈনন্দিন কাজকে আরও সহজ করেছে এআই। সব ক্ষেত্রেই ব্যবহার হচ্ছে এআই। এবার গুগল ফটোসে যুক্ত হচ্ছে এআই ফিচার। ছবি এডিট করা হবে আরও সহজ ও আকর্ষণীয়। গুগল ফটোস অ্যাপে এসেছে একাধিক এআই পাওয়ারড ফিচার, যা ছবি তোলা ও এডিটিংয়ের ধারণায় উল্লেখযোগ্য বদল আনবে। গুগলের নিজস্ব ইমেজ জেনারেটর ন্যানো বানানা এবার সরাসরি ফটোসে অ্যাপে যুক্ত হয়েছে। প্রায়ই আমরা দেখি, ছবি তোলার সময় কেউ চোখ বন্ধ করে ফেলেছে, কারো মুখে হাসি নেই, বা কেউ ভুল করে সানগ্লাস পরে ফেলেছে। আগে এমন ছবি ঠিক করতে হতো বড় সফটওয়্যারে। এখন গুগল ফটোসেই তা করা যাবে। এখন শুধু বলুন, ‘হেল্প মি এডিট’ → ‘রিমুভ সানগ্লাসেস’ বা ‘ওপেন মাই আইস’ বা ‘এডিটেড স্মাইল’।
19 ঘন্টা আগে