প্রাথমিকের শিক্ষকেরা এবার পূর্ণ দিবস কর্মবিরতিতে যাচ্ছেন
৩ দফা দাবি আদায়ের অংশ হিসেবে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের ডাক দেওয়া অর্ধদিবস কর্মবিরতি কর্মসূচি আজ রোববার (২৫ মে) শেষ হচ্ছে। এবার পূর্ণ দিবস কর্মবিরতিতে যাচ্ছেন প্রাথমিকের শিক্ষকেরা।
আগামিকাল সোমবার (২৬ মে) থেকে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করা হবে। ৩ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চলবে।
বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি এবং সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের আহ্বায়ক মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ এ তথ্য জানান।