রাজশাহীর বাঘায় ডিজেল ঢেলে স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যা, স্বামী গ্রেফতার
রাজশাহী জেলার বাঘা পৌরসভা এলাকায় ডিজেল ঢেলে স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যা মামলার প্রধান আসামি স্বামী সুরুজ হোসেনকে গ্রেফতার করেছে র্যাব ও পুলিশ।
গত শুক্রবার (২১ নভেম্বর) রাতে র্যাব-৪ ও পুলিশের যৌথ অভিযান চালিয়ে ঢাকা মহানগরীর পল্লবী থানার মিরপুর-১২ লালডেগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গত শনিবার (২২ নভেম্বর) সকালে ৭ দিনের রিমান্ডের আবেদন করে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। সুরুজ হোসেন (৩২) বাঘা পৌরসভার চক নারায়ণপুর গ্রামের শহিদুল মাঝির ছেলে।