আর্কাইভ
লগইন
হোম
হিন্দু
যে কারণে গণেশপূজা করেন সালমান খান ও তার পরিবার
বলিউড ভাইজান অভিনেতা সালমান খানের বাড়ির গণেশপূজার ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই ভক্ত-অনুরাগীরা দেখে মুগ্ধ হয়েছিলেন। কিন্তু প্রায় ভক্ত-অনুরাগীদের মাঝে প্রশ্ন- ভিনধর্মের হয়েও কেন গণেশপূজা করেন অভিনেতা সালমান? এবার সেই প্রশ্নে যে কথা বললেন সালমানের বাবা চিত্রনাট্যকার-অভিনেতা সেলিম খান। জানালেন খান পরিবারে গণেশচতুর্থী পালনের আসল কারণ। সালমানের বাড়ির সদর দরজা দিয়ে ঢুকতেই রয়েছে একটি গণেশমূর্তি। গত ১৫ বছর ধরে সেই মূর্তি রয়েছে তাদের বাড়িতে। হিন্দু পরিবারের মেয়ে সুশীলা চরককে বিয়ে করেছিলেন সেলিম খান। বিয়ের পর সুশীলার নাম হয় সালমা খান। তারপরেই কি গণেশপূজার চল তাদের বাড়িতে? সেলিম খান বলেন, তার বিয়ের অনেক আগে থেকেই গণেশপূজা করেন তারা।
11 ঘন্টা আগে