পূর্বাচলে হয়ে গেলো গণমাধ্যম ভিডিও এডিটরস অ্যাসোসিয়েশনের মিলনমেলা
ঢাকার অদূরে পূর্বাচলের রিকশা ক্যাফেতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে গণমাধ্যম ভিডিও এডিটরস অ্যাসোসিয়েশনের শীতকালীন মিলনমেলা ও প্রীতিভোজ।
গতকাল শুক্রবার (১৬ জানুয়ারি) রাতে আয়োজিত এই অনুষ্ঠানে সংগঠনের সদস্যদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। শহরের যান্ত্রিক ব্যস্ততা ভুলে খোলামেলা পরিবেশে সময় কাটাতে রাত ৮টা থেকেই বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ভিডিও এডিটররা রিকশা ক্যাফে প্রাঙ্গণে জড়ো হতে থাকেন। রাত ৯টা নাগাদ পুরো প্রাঙ্গণ সদস্যদের পদচারণায় মুখর হয়ে ওঠে।
গণমাধ্যমে কর্মরত ভিডিও এডিটরদের পেশাগত মানোন্নয়ন, পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণের লক্ষ্যেই এই মিলনমেলার আয়োজন করা হয়।
প্রীতিভোজের পূর্বে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত আলোচনা সভা। এতে স্বাগত বক্তব্যে সংগঠনটির প্রতিষ্ঠাতা সদস্য সুজন শর্মা বলেন, ‘সদস্যদের এই অভূতপূর্ব অংশগ্রহণ আমাদের প্রাথমিক ধারণাকে ভুল প্রমাণ করেছে। তাদের এই স্বতঃস্ফূর্ততা আগামী দিনে বড় পরিসরে কাজ করার এবং সংগঠনের আনুষ্ঠানিক আত্মপ্রকাশের পথকে আরও সুদৃঢ় করবে।’