আর্কাইভ
লগইন
হোম
খলনায়ক
মারা গেলেন বলিউড খলনায়ক মুকুল দেব
বলিউডের জনপ্রিয় খলনায়ক মুকুল দেব আর নেই। তিনি মাত্র ৫৪ বছর বয়সে গতকাল শুক্রবার (২৩ মে) গভীর রাতে দিল্লির একটি হাসপাতালে মৃত্যবরণ করেন। বেশ কিছু দিন ধরেই তিনি শারীরিক অসুস্থতায় ভুগছিলেন বলে জানা গেছে। তার মৃত্যুর খবর সামাজিক মাধ্যমে প্রথমে জানান- অভিনেতা মনোজ বাজপায়ি। মনোজের মতোই বড় ভাই রাহুলের এক বান্ধবী অভিনেত্রী দীপশিখা নাগপালও সামাজিক মাধ্যমে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। এ অভিনেতার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া মায়ানগরীতে। সদ্যপ্রয়াত অভিনেতার বন্ধুরা সঙ্গে সঙ্গে পৌঁছে যান তার বাড়িতে। অভিনেত্রী দীপশিখা অভিনেতার একটি পুরোনো ছবিসহ ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করে লিখেছেন— RIP। মাত্র ৫৪-য় বন্ধু চলে গেল! এটা কী হলো? আমি এটা বিশ্বাস করতে পারছি না মুকস।
8 ঘন্টা আগে