শ্রীদেবীর যে সিনেমা কখনোই মুক্তি পায়নি
বলিউডে জীবিত শ্রীদেবী না থাকলেও তাকে নিয়ে আগ্রহের শেষ নেই দর্শকের। এই তারকাখচিত নায়িকার এমন একটি সিনেমা রয়েছে, যা শেষ পর্যন্ত কখনো মুক্তি পায়নি। অথচ সিনেমাটি মুক্তি পেলে হয়তো বক্স অফিসে ঝড় তুলতে পারতো। সেই সিনেমার নাম ‘জমিন’। আশির দশকের শুরুতেই সিনেমার শুটিং সম্পূর্ণ হয়েছিলো। সিনেমাতে একসঙ্গে অভিনয় করেছিলেন রজনীকান্ত, সঞ্জয় দত্ত, শ্রীদেবী, শত্রুঘ্ন সিনহা এবং বিশেষ চরিত্রে বিনোদ খান্না। এছাড়া নবাগত হিসেবে সিনেমাটিতে ছিলেন মাধুরী দীক্ষিতও। সিনেমাটি রমেশ আহুজা পরিচালনা করেছিলেন।