হুতিদের হামলায় রণতরী থেকে সাগরে পড়লো মার্কিন যুদ্ধবিমান!
একটি এফ/এ-১৮ সুপার হর্নেট যুদ্ধবিমান বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি এস. ট্রুম্যান থেকে লোহিত সাগরে পড়ে গেছে বলে জানিয়েছে মার্কিন নৌবাহিনী। এক মার্কিন কর্মকর্তার বরাতে সিএনএন তাদের এক প্রতিবেদনে জানায়, হুতি বিদ্রোহীদের হামলা এড়াতে ট্রুম্যান হঠাৎ কড়া বাঁক নেয়, যার ফলে যুদ্ধবিমানটি ছিটকে সাগরে পড়ে যায়। এদিকে হুতি বিদ্রোহীরা গতকাল সোমবার (২৮ এপ্রিল) দাবি করে, তারা ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে ট্রুম্যানকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। ট্রুম্যান বর্তমানে হুতি বিরোধী একটি বড় সামরিক অভিযানের অংশ হিসেবে লোহিত সাগরে মোতায়েন করা রয়েছে।