এইচএসসির ২২ ও ২৪ জুলাইয়ের পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
এইচএসসির স্থগিত হওয়া ২২ ও ২৪ জুলাইয়ের পরীক্ষার নতুন সময়সূচি ঘোষণা করেছে আন্তঃশিক্ষা বোর্ড। ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ১৭ ও ১৯ আগস্ট অনুষ্ঠিত হবে।
গতকাল বুধবার (২৩ জুলাই) শিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।