আর্কাইভ
লগইন
হোম
রিপোর্ট
যেসব সুবিধা থাকছে চ্যাটজিপিটির অনুবাদের নতুন টুলে
এবার ওপেনএআই প্ল্যাটফর্ম 'চ্যাটজিপিটি ট্রান্সলেট' নামক একটি নতুন টুল চালু করেছে, যা ব্যবহারকারীদের একই লেখাকে ভিন্নভাবে অনুবাদ করার সুযোগ প্রদান করবে। এই টুলের মাধ্যমে সহজেই যেকোনো ভাষার লেখা ৫০টিরও বেশি ভাষায় অনুবাদ করা সম্ভব হবে। টাইমস অব ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী, নতুন টুলটি গুগল ট্রান্সলেটরের মতো কাজ করে, তবে এর কার্যকারিতায় কিছু পার্থক্য রয়েছে। ওপেনএআই জানিয়েছে, চ্যাটজিপিটি ট্রান্সলেট টুলটি মূলত ওয়েব সংস্করণে চালু হয়েছে। যদিও চ্যাটজিপিটিতে আগে থেকেই ভাষার অনুবাদের সুবিধা ছিল, তবে এই টুলটি বিশেষভাবে আলাদা এবং ব্যবহারকারীরা এটি ভিন্নভাবে ব্যবহার করতে পারবেন। এই টুলে, ব্যবহারকারীরা তাদের প্রয়োজন অনুযায়ী অনুবাদের ভাষার ধরন নির্বাচন করতে পারবেন। যেমন, ব্যবসায়িক বা আনুষ্ঠানিক ভঙ্গিতে, শিশুদের জন্য উপযোগী ভাষায় অথবা শিক্ষামূলক উদ্দেশ্যে লেখা অনুবাদ করতে পারবেন। এর মানে, চ্যাটজিপিটি ট্রান্সলেট টুলটি শুধু ভাষা পরিবর্তনই নয়, বরং বার্তার উদ্দেশ্য এবং পাঠকের ধরনকে গুরুত্ব দিয়ে অনুবাদ করে।
3 ঘন্টা আগে