আর্কাইভ
লগইন
হোম
ব্যাটারিচালিত অটোরিকশা
সাভারে মহাসড়ক অবরোধ করেছে ব্যাটারিচালিত রিকশাচালকরা
ঢাকার অদুরে সাভারে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধে পুলিশি হস্তক্ষেপের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন অটোচালকরা। আজ শনিবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে সাভারের পাকিজা এলাকায় মহাসড়কের ওপর অবস্থান নেন অটোরিকশা চালকরা। এতে ঢাকা-আরিচা মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং সৃষ্টি হয় যানজট। খবর পেয়ে সাভার মডেল থানার ওসি আরমান আলী ঘটনাস্থলে পৌঁছে অবরোধকারী চালকদের সঙ্গে কথা বলেন। এই সময় তাদের দাবি শোনেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার আশ্বাস দেন। পাশাপাশি মহাসড়কে অবরোধের কারণে সাধারণ মানুষের দুর্ভোগের বিষয়টি তুলে ধরে শান্তিপূর্ণভাবে সড়ক ছেড়ে দেওয়ার আহ্বান জানান।
3 ঘন্টা আগে