মেজর সাদিকের স্ত্রী জাফরিনকে গ্রেফতার দেখানো হলো, রিমান্ড আবেদন
নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণের ঘটনায় অভিযুক্ত মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিনকে ভাটারা থানায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
আজ বৃহস্পতিবার (০৭ আগস্ট) দুপুরে তাকে ৭ দিনের রিমান্ডে নিতে আদলতের কাছে আবেদন করা হবে। ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিসি (মিডিয়া) তালেবুর রহমান।
এ সময় তিনি বলেন, সুমাইয়া জাফরিনকে মিরপুর ডিওএইচএস এলাকা থেকে গ্রেফতার করা হয়। এই রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের ঘটনায় সুমাইয়ার কী ধরনের ভূমিকা ছিল তা খতিয়ে দেখা হচ্ছে।
এরপূর্বে, গতকাল বুধবার (০৬ আগস্ট) অভিযুক্ত সুমাইয়া জাফরিনকে গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে নেওয়া হয়।