সচিবালয়ের উত্তর গেইটে জুলাইযোদ্ধাদের অবস্থান
জুলাইযোদ্ধারা জুলাই ঘোষণাপত্র সংশোধন ও সংযোজনের দাবিতে জাতীয় প্রেস ক্লাব সংলগ্ন সচিবালয়ের উত্তর গেইটে অবস্থান নিয়েছেন। আজ সোমবার (১৩ অক্টোবর) দুপুর পৌনে ১২টার দিকে জুলাইযোদ্ধারা সচিবালয়ের উত্তর গেইট দিয়ে সচিবালয়ের ভেতরে প্রবেশ করতে চাইলে পুলিশ তাদের বাধা দিয়েছে বলে জানা গেছে। তাদের অবস্থান ঘিরে শতাধিক পুলিশের উপস্থিতি লক্ষ্য করা গেছে।
জুলাইযোদ্ধা সংসদ নামক সংগঠনের ব্যানারে দেশের বিভিন্ন জায়গায় থেকে অনেক জুলাইযোদ্ধা এখানে এসে উপস্থিত হয়েছেন। এই সময় তারা বিক্ষোভ মিছিল করেছেন। এতে তারা ‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’ স্লোগান দিতে দেখা গেছে।