ইরান জাতীয় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সংস্থা গঠন করছে
ইরানের সংসদ জাতীয় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সংস্থা গঠনের প্রস্তাব অনুমোদন করেছে। সংস্থাটি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের তত্ত্বাবধানে স্বাধীনভাবে কাজ করবে এবং দেশের এআই ইকোসিস্টেমের উন্নয়ন ও সমন্বয় সাধনে ভূমিকা রাখবে।
মেহের নিউজ এজেন্সির খবর অনুযায়ী, রোববারের সংসদীয় খোলা অধিবেশনে আইনপ্রণেতারা জাতীয় কৃত্রিম বুদ্ধিমত্তা বিলের ধারা ৩-এর সংশোধনী অনুমোদন করেছেন। সংশোধনীর মাধ্যমে বিদ্যমান জাতীয় সম্পদ ব্যবহার করে একটি স্বাধীন জাতীয় এআই সংস্থা প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা নির্ধারণ করা হয়েছে।
সংস্থার সচিবালয় ইরানের প্রেসিডেন্টের তত্ত্বাবধানে কাজ করবে, যা জাতীয় এআই নীতি বাস্তবায়নে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর মধ্যে সমন্বয় নিশ্চিত করবে। সংস্থার প্রধানকে প্রেসিডেন্ট নিয়োগ করবেন।