আবারও ট্রফিশূন্য মৌসুমের শঙ্কায় ক্রিস্টিয়ানো রোনালদো
মধ্যপ্রাচ্যের ফুটবলে যোগ দেওয়ার ৩ বছর পার হতে চললেও ক্রিস্টিয়ানো রোনালদোর ট্রফি ভাগ্য যেন খুলছেই না। সৌদি প্রো লিগের অলিখিত ‘শিরোপা নির্ধারণী’ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী আল হিলালের কাছে ৩-১ গোলে হেরে আবারও ট্রফিশূন্য মৌসুমের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আল নাসর। এই হারের ফলে ১৪ ম্যাচ শেষে শীর্ষে থাকা আল হিলালের চেয়ে ৭ পয়েন্ট পিছিয়ে পড়ল রোনালদোর দল। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল আল নাসর।
প্রথমার্ধে কিংসলে কোমান ও রোনালদোর জুটিতে বেশ কিছু সুযোগ তৈরি করে তারা। ম্যাচের ৪২ মিনিটে কোমানের বাড়ানো বল দারুণ ফিনিশিংয়ে জালে জড়ান ৪০ বছর বয়সী পর্তুগিজ মহাতারকা। এই মৌসুমে সব মিলিয়ে এটি ছিল রোনালদোর ১৬তম গোল। তার গোলেই ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় আল নাসর।মধ্যপ্রাচ্যের ফুটবলে যোগ দেওয়ার ৩ বছর পার হতে চললেও ক্রিস্টিয়ানো রোনালদোর ট্রফি ভাগ্য যেন খুলছেই না। সৌদি প্রো লিগের অলিখিত ‘শিরোপা নির্ধারণী’ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী আল হিলালের কাছে ৩-১ গোলে হেরে আবারও ট্রফিশূন্য মৌসুমের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আল নাসর। এই হারের ফলে ১৪ ম্যাচ শেষে শীর্ষে থাকা আল হিলালের চেয়ে ৭ পয়েন্ট পিছিয়ে পড়ল রোনালদোর দল। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল আল নাসর।
প্রথমার্ধে কিংসলে কোমান ও রোনালদোর জুটিতে বেশ কিছু সুযোগ তৈরি করে তারা। ম্যাচের ৪২ মিনিটে কোমানের বাড়ানো বল দারুণ ফিনিশিংয়ে জালে জড়ান ৪০ বছর বয়সী পর্তুগিজ মহাতারকা। এই মৌসুমে সব মিলিয়ে এটি ছিল রোনালদোর ১৬তম গোল। তার গোলেই ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় আল নাসর।