আমরা মানুষের দুর্ভোগের প্রতি উদাসীন হয়ে পড়েছি: রাষ্ট্রদূত তালহা
ফ্রান্সের প্যারিসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এবং ইউনেস্কোর ৪৩তম সাধারণ সম্মেলনের নবনির্বাচিত সভাপতি খন্দকার মোহাম্মদ তালহা বলেছেন, বিশ্ব ক্রমেই মানুষের দুর্ভোগ, সংঘাত, অনাহার, যুদ্ধ ও গণহত্যার প্রতি উদাসীন হয়ে পড়ছে। গত বৃহস্পতিবার (৩০ অক্টোবর) উজবেকিস্তানের সামারখান্দে অনুষ্ঠিত ইউনেস্কোর ৪৩তম সাধারণ সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে সভাপতির প্রথম বক্তব্যে এই মন্তব্য করেন তিনি।
রাষ্ট্রদূত তালহা বলেন, আমরা মানুষের দুর্ভোগ, সংঘাত, অনাহার, যুদ্ধ ও গণহত্যার প্রতি উদাসীন হয়ে পড়েছি। তিনি সতর্ক করে দেন যে, সাংস্কৃতিক বৈচিত্র্য এখন অনেক সময় সমাজে বিভাজন সৃষ্টির হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে। পাশাপাশি, বৈজ্ঞানিক অগ্রগতিও এমন ঝুঁকি তৈরি করছে যা মানবজাতির অস্তিত্বের জন্য হুমকি হতে পারে। কৃত্রিম বুদ্ধিমত্তা, ন্যানো প্রযুক্তি ও স্নায়ুবিজ্ঞানের অনিয়ন্ত্রিত ব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করে খন্দকার তালহা বলেন, ৮০ বছর পরেও ইউনেস্কোর মূল দর্শন আজও প্রাসঙ্গিক, তবে বর্তমান বিশ্ব নতুন ও জটিল চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে আছে।