স্বৈরাচারের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগ, জবাবে যা জানালেন বিসিবি সভাপতি
গণঅভ্যুত্থানে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নেতৃত্বেও পরিবর্তন আসে। পতিত স্বৈরাচারের যুব ও ক্রীড়া মন্ত্রীর দায়িত্বে থাকা বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন গা ঢাকা দেন এবং পরে বিসিবির পদ ছাড়েন তিনি। তার সে পদে আসীন হন সাবেক ক্রিকেটার ফারুক আহমেদ।