পর্নোগ্রাফি ও ধর্ষণ মামলার প্রধান দুই আসামি গ্রেফতার টাঙ্গাইলে
র্যাব-১৪ টাঙ্গাইলে পৃথক অভিযানে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ও ধর্ষণ মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলেন- সখীপুরের প্রতিমাবংকী গ্রামের আজাহার আলীর ছেলে ফজলু মিয়া (৪০) ও কালিহাতীর তেজপুর রতনগঞ্জ গ্রামের সোলায়মান ভুঁইয়ার ছেলে মেহেদী হাসান মিলন (৩০)। এদের মধ্যে একজন বিএনপি নেতা রয়েছে বলে জানা গেছে।
গতকাল শুক্রবার (১৭ অক্টোবর) রাতে নিজ কার্যালয়ে র্যাব-১৪ এর ৩ নম্বর কোম্পানি কমান্ডার মেজর কাওছার বাঁধন জানান, গত ১৪ অক্টোবর সকালে সখীপুরে দ্বিতীয় শ্রেণির (১০) এক শিশুকে স্কুলে পৌঁছে দেওয়ার কথা বলে অভিযুক্ত তার কথিত মামা ফজলু মিয়া গজারি বনের ভেতরে নিয়ে ধর্ষণ করে। পরে শিশুটি অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যদের কাছে ঘটনাটি প্রকাশ পায়। এই ঘটনায় শিশুটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে সখিপুর থানায় মামলা করেন। গতকাল শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় সখীপুরের নলুয়া থেকে শিশুকে ধর্ষণ মামলার প্রধান আসামি মো. ফজলু মিয়াকে (৪০) গ্রেফতার করা হয়।