বিশ্বচ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকাকে ধসিয়ে দিলো পাকিস্তান
পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে বিশ্বচ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকাকে রীতিমতো ধসিয়ে দিয়েছে পাকিস্তান। তুলে নিয়েছে ৯৩ রানের দারুণ এক জয়। এই জয়ে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে স্বাগতিকরা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রের শুরুটাও করেছে দারুণভাবে।
আজ বুধবার শেষ দিনে পাকিস্তানের স্পিনার নোমান আলির ১০ উইকেট ও শাহিন আফ্রিদির আগুনে স্পেলে দক্ষিণ আফ্রিকা ২৭৭ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে অলআউট হয় ১৮৩ রানে।