আর্কাইভ
লগইন
হোম
স্পেন
স্পেনে নবনিযুক্ত রাষ্ট্রদূতের সঙ্গে প্রেসক্লাব সদস্যদের মতবিনিময়
স্পেনে নিযুক্ত নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাসুদুর রহমান, এনডিসি গত ১৬ এপ্রিল (বুধবার) আনুষ্ঠানিকভাবে তার দায়িত্ব গ্রহণ করেছেন। এ উপলক্ষে মাদ্রিদস্থ বাংলাদেশ দূতাবাসে তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করেন দূতাবাসের কর্মকর্তাগণ।     রাষ্ট্রদূত মাসুদুর রহমান দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই প্রবাসী বাংলাদেশি সাংবাদিকদের সংগঠন “বাংলাদেশ প্রেসক্লাব ইন স্পেন”-এর নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। এ সময় তিনি স্পেনে বাংলাদেশি প্রবাসীদের কল্যাণে তার বিভিন্ন পরিকল্পনা ও অগ্রাধিকার বিষয়গুলি তুলে ধরেন।  রাষ্ট্রদূত বলেন, প্রবাসীদের সেবার মান উন্নয়নে দূতাবাসের জনবল বৃদ্ধির মাধ্যমে সেবার সহজীকরণে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি অভিবাসন প্রত্যাশীদের জন্য স্প্যানিশ ভাষা শিক্ষার উদ্যোগ গ্রহণের বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি।
1 দিন আগে