আর্কাইভ
লগইন
হোম
ফিজিকাল এআই
সিক্স-জি যুগের সূচনা: এক সেকেন্ডে ৯টি সিনেমা ডাউনলোড হবে
এবার প্রযুক্তি জগতে আবারও ইতিহাস গড়লো সংযুক্ত আরব আমিরাত। মধ্যপ্রাচ্যে প্রথমবারের মতো আবুধাবিতে পরীক্ষামূলকভাবে চালু হলো ৬-জি (৬এ) ইন্টারনেট সেবা, যেখানে গতি প্রতি সেকেন্ডে ১৪৫ গিগাবিট (Gbps)। এই অবিশ্বাস্য গতিকে দেশটির টেলিযোগাযোগ খাতের জন্য একটি যুগান্তকারী মাইলফলক হিসাবে দেখা হচ্ছে। এই পরীক্ষামূলক উদ্যোগটি পরিচালনা করেছে আবুধাবিভিত্তিক টেলিকম জায়ান্ট ‘ই অ্যান্ড ইউএই’। প্রতিষ্ঠানটির দাবি- এটি ভবিষ্যতের যোগাযোগ ব্যবস্থাকে সম্পূর্ণ নতুন উচ্চতায় নিয়ে যাবে। ভাবা যায়, ১৪৫ জিবিপিএস গতিতে একজন ব্যবহারকারী প্রতি সেকেন্ডে প্রায় ৯টি পূর্ণদৈর্ঘ্য এইচডি সিনেমা ডাউনলোড করতে পারবেন! অর্থাৎ, এক পলকে বিশাল ডেটা স্থানান্তরের ক্ষমতা নিয়ে ৬-জি হচ্ছে আগামী প্রজন্মের ইন্টারনেট বিপ্লবের সূচনা।
14 ঘন্টা আগে