তানজিমের শুরুর পরই জোড়া আঘাত করলেন তাসকিন
বাংলাদেশ হতাশার টেস্ট সিরিজ শেষের পর ওয়ানডেতে ভালো শুরু পেয়েছে। প্রথম ওয়ানডেতে আজ খেলতে নেমে দুই নিশান মাদুসকা ও কামিন্দু মেন্ডিসকে ফেরান তাসকিন আহমেদ। এর পূর্বে পাথুম নিশাঙ্কাকে ফিরিয়ে শুরুটা করেন তানজিম হাসান সাকিব।
আজ বুধবার (০২ জুলাই) প্রেমাদাসা স্টেডিয়ামে টস হেরে আগে ফিল্ডিং করতে নামতে হয় মেহেদি হাসান মিরাজের দলকে। মেডেন দিয়ে তাসকিন নিজের ওভার শুরু করার পর চতুর্থ ওভারে গিয়ে উইকেট নেন তানজিম। অফ স্টাম্পের বাইরের বল খেলতে গিয়ে উইকেটের পেছনে লিটন দাসের হাতে ক্যাচ তুলে দিয়ে নিশাঙ্কা ফেরেন শূন্য রানে।