‘সাগরের তীর থেকে’ গানের শিল্পী জিনাত রেহানা আর নেই!
‘সাগরের তীর থেকে’ গানের প্রখ্যাত সংগীতশিল্পী জিনাত রেহানা মারা গেছেন। তিনি আজ বুধবার (০২ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
শিল্পীর পারিবারিক সূত্র থেকে জানা যায়, আজ বুধবার (০২ জুলাই) যোহরের নামাজের পর গুলশান আজাদ মসজিদে হবে তার প্রথম জানাজা। এরপর বিকাল ৩টায় চ্যানেল আই প্রাঙ্গণে আরেক দফা জানাজা শেষে বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।