আজ মে দিবসেও বকেয়া বেতনের দাবিতে সড়কে পোশাক শ্রমিকরা
আজ মে দিবসেও বকেয়া বেতনের দাবিতে সড়কে দাঁড়াতে হয়েছে শ্রমিকদের। পরে কারখানার মেইন গেটের সামনে শ্রমিক ও কারখানা কর্তৃপক্ষের মধ্যে আলোচনা শুরু হয়।
এ সময় শ্রমিকরা অভিযোগ করেন, গতবছর ০৯ নভেম্বর কারখানাটি বন্ধ ঘোষণা করা হয়। এরপর গত ২৮ ডিসেম্বর পাওনা পরিশোধের প্রতিশ্রুতি দেওয়া হলেও এখন পর্যন্ত তারা কোনো টাকা পাননি।