গুগল অ্যাসিস্ট্যান্টকে বিদায় দিয়ে এখন প্রযুক্তি কাঁপাচ্ছে ‘জেমিনি’
অতি পুরোনো ভয়েস-সহকারী গুগল অ্যাসিস্ট্যান্টকে বিদায় জানিয়ে দিয়েছে গুগল। আনুষ্ঠানিকভাবে সেটির জায়গা এখন নিয়ে নিচ্ছে নতুন প্রজন্মের কৃত্রিম বুদ্ধিমত্তা-চালিত সহকারী জেমিনি।
অ্যান্ড্রয়েড অথরিটি জানিয়েছে, গুগল এখন “Digital assistants from Google” নামের সেটিংস অপশনটি সরিয়ে দিচ্ছে। পূর্বে ব্যবহারকারীরা চাইলে পুরোনো অ্যাসিস্ট্যান্টে ফিরে যেতে পারতেন, কিন্তু নতুন আপডেটের পর আর সেই সুযোগ থাকছে না। ফলে খুব শিগগিরই জেমিনিই হবে গুগলের একমাত্র এআই সহকারী।