ইসরাইলি হামলায় গাজায় শিশুসহ ২২ ফিলিস্তিনি নিহত
ফিলিস্তিনের গাজা উপত্যকায় একের পর এক ইসরাইলি হামলায় আজ বৃহস্পতিবার (০৭আগস্ট) দিনভর শিশুসহ অন্তত ২২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। ফিলিস্তিনের স্বাস্থ্যকর্মীরা এ তথ্য নিশ্চিত করেছেন।
তাদের বরাত দিয়ে আনাদোলু এজেন্সি জানিয়েছে, বৃহস্পতিবার ভোর থেকে ইসরাইলি বাহিনী গাজা সিটির উত্তর-পশ্চিমে আল-শাতি শরণার্থী শিবিরের একটি আবাসিক ভবনে বিমান হামলা চালায়। এতে ৩ জন নিহত হন এবং আরও কয়েকজন আহত হন।