শাহরুখ ভক্তের কাণ্ড: কাঁচ ভেঙে চেহারা বানিয়ে চমক
প্রথমে দেখলে হয়তো মনে হবে এলোমেলোভাবে ভাঙচুর করা হয়েছে কাঁচ; কিন্তু স্পষ্ট দৃষ্টিতে তাকালে দেখতে পাবেন বলিউড কিং শাহরুখ খানের মুখাবয়ব!
সম্প্রতি ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা গেছে, এক ভক্ত শুধুমাত্র কাঁচ ভেঙে তৈরি করেছেন শাহরুখ খানের অবয়ব। কাছ থেকে কাঁচে অসংখ্য ফাটল দেখলেও কিছুই বোঝা যাবে না। কিন্তু ক্যামেরা যখন একটু দূর থেকে পুরো ফ্রেম ধরা শুরু করে, তখনই চোখের সামনে ধরা দেয় নিখুঁতভাবে গড়া শাহরুখের চেহারা।